কলাবাগানে নিহত গৃহকর্মীর পরিচয় মিলেছে, খুনিকে ধরিয়ে দিল সাবেক স্বামী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:১২ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

রাজধানীর কলাবাগানে গৃহকর্মী হত্যার ঘটনায় জড়িত সাথী নামের সেই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাবেক স্বামী। তিনি এখন যশোর কোতয়ালী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। অন্যদিকে নিহত ওই গৃহকর্মীতে অজ্ঞাত হিসেবে উদ্ধার করেছিল পুলিশ। তবে ওই নারীকে আটকের পর পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম হেনা (৮)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাথীকে যশোর কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে একটি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সাথীর সাবেক স্বামী একজন চিকিৎসক। তিনি যশোর শহরে রোগী দেখেন। গৃহকর্মীকে হত্যার পর সাথী বেশ কিছুদিন আত্মগোপনে থেকে আজ সাবেক স্বামীর চেম্বারে আসলে স্বামী কৌশলে তাকে আটক করে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেয়। পরে যশোর কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে।
এবিষয়ে কোতয়ালী থানার ওয়ারল্যাস অফিসার সালাউদ্দিন জানান, সাথী নামের এক নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে কি বিষয়ে আটক করা হয়েছে তা এখনো জানি না। থানা পুলিশ স্থায়ী প্রোগ্রাম নিয়ে এমুহুর্তে ব্যস্ত।
বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো এমন কোনো তথ্য পাইনি। আপনার থেকে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি।
২৬ আগস্ট শনিবার কলাবাগান সেন্ট্রাল রোডে শিশু গৃহকর্মী হেনাকে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
পুলিশ জানান, মৃতের শরীরের দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো, সেই আলামত পাওয়া গেছে। এমনকি হত্যার আগেই নির্যাতন করে মারার আলামতও মিলেছে।