ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:৫৯ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার ( ৩০ আগস্ট ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাতকালে দেড় ঘণ্টারও বেশি সময় তাদের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাতের এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিএমপি সূত্র জানায়, চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে। আগামীতে কীভাবে কাজ করবে এমন বিষয়ও তাদের আলোচনায় উঠে আসে। তবে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি।
এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।