avertisements 2

ঢাবি এলাকায় ময়লার স্তুপে পড়ে ছিল ২ নবজাতকের লাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:২৮ পিএম, ২৮ এপ্রিল,সোমবার,২০২৫

Text

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পাশের ময়লার স্তুপে পড়ে থাকা দুই ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি সিমেন্টের ব্যাগের ভেতর থেকে অচেতন অবস্থায় আনুমানিক এক দিন বয়সী দুই নবজাতককে উদ্ধার করি। পরে তাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই হারুনুর রশীদ আরো জানান, লাশগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2