avertisements 2

রাজধানীর মাতুয়াইলে ৩ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুলাই,রবিবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

চলমান বিএনপির একদফার আন্দোলনের অংশ হিসেবে আজ ছিলো ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় শতাধীক নেতাকর্মী।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিক্যাল এলাকায় আরো একটি বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের এ বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

এ নিয়ে এ এলাকায় তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো। এর আগে স্বদেশ পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। সেটিও পুড়ে যায়। এছাড়া শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিলেও সে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেসময়ও তারা একটি বাসে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2