avertisements 2

হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি করেন শাহিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুলাই,রবিবার,২০২৩ | আপডেট: ১১:৪৯ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

সংগৃহীত ছবি

রাজধানীতে হিজড়া সেজে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ।
চুরির সুবিধার্থেই তিনি হিজরা সেজে ঘোরেন। শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।

তিনি বলেন, গত শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই।

আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। পরে  থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। 

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতারা এসে নিশ্চিত করেন শাহিন একজন পুরুষ। চুরি করতেই তিনি হিজড়ার বেশ নিয়েছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2