শিশুকে কোলে নিয়ে মার্কেটে ঘুরেন, সুযোগ বুঝে করেন চুরি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ১০:১২ পিএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

অভিযুক্ত ইতি বেগম
রাজধানীর মিরপুরে চুরির অভিযোগে ইতি বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিরপুর–১০ নম্বর গোল চত্বরের একটি মার্কেটে এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, ইতি তার শিশু সন্তানকে কোলে নিয়ে ঘোরাফেরা করেন। এরপর সুযোগ বুঝে নারীদের মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ চুরি করেন।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন মার্কেটে ও বাসায় গিয়ে চুরি করেন। মানুষ যেন সন্দেহ না করে সেজন্য সঙ্গে সন্তানকে রাখেন। আবার ধরা পড়লে শিশুটির দোহাই দিয়ে ক্ষমা চান। তখন দয়া দেখিয়ে মানুষ তাকে ছেড়ে দেয়।
ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায়ও ইতি মিরপুরের হুপ মার্কেটে একই কায়দায় দুইটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
