ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে ৪ শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুন,শনিবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

ক্রেন ও নির্মাণাধীন ভবন ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের ক্রেনের তার ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মারা যান তিন শ্রমিক। গুরতর আহত ১ শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— জাফর মিয়া (৫০), মিজান মিয়া (৩২) ও মোস্তফা (৪০)। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।
শনিবার (২৪ জুন) দুপুরে ডেমরার সানারপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক মোল্লাহ ঢাকা মেইলকে বলেন, আজ দুপুরে কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়ে যান। এ সময় জাফর মিয়া, মিজান মিয়া ও মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শুনেছি আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, হিঁচড়ে টেনে নিয়ে গেল নারীকে

ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’
