করোনায় আক্রান্ত চিফ হিট অফিসার বুশরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মে,শনিবার,২০২৩ | আপডেট: ১১:৩২ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য বেসরকারি সংস্থার নিয়োগ দেওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ মে) দুপুরে পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।
তার ফুফাতো ভাই তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বেসকরারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন। জানা গেছে, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, হিঁচড়ে টেনে নিয়ে গেল নারীকে

ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’
