প্রতিটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে একজন করে ডাকাত দাঁড়িয়ে থাকে : নির্বাচন কমিশনার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ক্ষেত্রে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ‘সন্ত্রাসী ও ডাকাতদের’ উপস্থিতি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।
তিনি বলেন, ইভিএমে ভোট গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জ একটাই, প্রতিটি কেন্দ্রে গোপন কক্ষে একজন করে ডাকাত ও সন্ত্রাসী দাঁড়িয়ে থাকে আর ভোটাররা আসলেই বলে ‘আপনার ভোট হয়ে গেছে, চলে যান’। এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ নেই।
সোমবার (৩০ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান হাবীব এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ভোটারের আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে তা সমাধানে প্রিসাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এরকম কতজন আছেন। সুষ্ঠু ভোট গ্রহণে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
আহসান হাবীব আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘হাসিনাকে নরেন্দ্র মোদি মেরে ফেললেও আশ্চর্য হব না’

সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়েই সরকারের সঙ্গে মতপার্থক্য: আইকেবি

ডিসি সারোয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগঘন পোস্ট

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
