আগামীকাল দেশে ফিরছেন আটকে পড়া ২৮ নাবিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:১১ এএম, ৬ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

ছবি: সংগৃহীত
ইউক্রেনে রুশ হামলার শিকার আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র উদ্ধার হওয়া ২৮ নাবিক রোমানিয়া থেকে রাতে দেশের উদ্দেশে রওনা হবেন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকরা বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তবে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ সুবিধাজনক সময়ে দেশে আনা হবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।
পরে ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইউক্রেন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়া প্রবেশ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়েই সরকারের সঙ্গে মতপার্থক্য: আইকেবি

ডিসি সারোয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টার আবেগঘন পোস্ট

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা

হাসিনাকে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী : মামুন
