এবার সিইসিকে ‘খলনায়ক’ বললেন সুজন সম্পাদক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

ফাইল ছবি
মেয়াদের শেষ দিকে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ সময় সিইসি নির্বাচন কমিশনে বদিউল আলমকে কাজ দেয়ায় সাবেক সিইসি শামসুল হুদার সমালোচনা করেন।
যার জবাব দিতে শনিবার (২৯ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। এসময় সিইসিকে খলনায়ক উদ্দেশ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দুর্ভাগ্য খল চরিত্রের এক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পেয়েছে জাতি। তিনি আরও বলেন, সিইসি আদালতের অজুহাত দিচ্ছেন, কিন্তু ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে আদালতে ৭০টির মতো মামলা হয়েছে। এখন পর্যন্ত একটি মামলারও শুনানি হয়নি।
বদিউল আলম মজুমদার আরও বলেন, টিআইবির ৫০টি আসনের গবেষণায় যে অভিযোগ করা হয়েছিল সেটিও তদন্ত করা যেতে পারতো, তাতে রাতের ভোট সংক্রান্ত অভিযোগ খণ্ডানোর সুযোগ ছিল। সুষ্ঠু নির্বাচনের খাতিরে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নির্বাচন কমিশন তদন্ত করে সমাধান করতে পারতো।
সংবাদ সম্মেলনে সিইসির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখান বিশিষ্ট নাগরিকরা। বলেন, কোনো দলিল ছাড়া সুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সিইসি। এসময় স্বাধীন মালিক বলেন, নির্বাচনকে নির্বাসনে পাঠানোর জন্য বর্তমান সিইসিকে বিচারের মুখোমুখি হতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যৌক্তিক সমালোচনার জবাব না থাকলে সমালোচনাকারীর চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হওয়া বহুল ব্যবহৃত একটি অপকৌশল। ঠিক এমনি এক অপকৌশল ব্যবহারে লিপ্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, সিইসির বিরুদ্ধে মানহানির মামলা করবো কিনা তা নিয়ে ভাবছে সুজন।
অনলাইন এই সংবাদ সম্মেলনে সিইসির আচরণকে অসৌজন্যমূলক বলে এর সমালোচনা করেন বক্তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
