র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে : পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫৭ এএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এর জন্য সময় লাগবে। সবাইকে ধৈর্য ধরতে বলেন তিনি।
বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, আলোচনা ছাড়া অপপ্রচারের কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। র্যাব সন্ত্রাস-মাদক বন্ধ এবং মানবপাচার মোটামুটিভাবে বন্ধ করেছে। তাদের বিরুদ্ধে কিছু লোকজন ভুল তথ্য দিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করিয়েছেন। তিনি বলেন, র্যাব এমন কাজ করেনি যে এটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে বিবেচিত হবে। বরং টেরোরিস্টের বিরুদ্ধে তাদের কাজ।
মন্ত্রী বলেন, বিষয়টি জানার পরপরই আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করি। আমার আলাপ অত্যন্ত পজিটিভ ছিল। আগামী মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পার্টনারশিপ ডায়ালগের কাজ শুরু হবে। এপ্রিলে সিকিউরিটি ডায়ালগ হবে। তাছাড়া রয়েছে ইকোনমিক পার্টনারশিপ...। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক মিটিংয়ের আয়োজন করেছি। বিশ্বাস করি এই নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার করাতে পারব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
