এ মাস থেকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৪ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

চলতি মাস থেকে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ মাসেই দেওয়া হবে দেড় কোটি ডোজ। সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের সীমান্ত ও বিমানবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এ পর্যন্ত দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেটার। এছাড়া, এখন পর্যন্ত আর কোনো ওমিক্রন রোগী পাওয়া যায়নি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
