স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. জিহানুলের রহস্যজনক মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. জিহানুলের রহস্যজনক মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৯ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর মগবাজারে নিজ বাসায় স্বাস্থ্য-অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ জিহানুল আলিমের(৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার গলায় কালো দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়ছে। সোমবার বেলা ৩ টায় লাশ উদ্ধার করা হয়।
ডা. জিহানুল আলীম ১০ মাস ধরে ওএসডি। তার স্ত্রী ফারহানা ডিজি হেলথে চাকরি করেন।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, তারা ডা. জিহানুলকে মৃত অবস্থায় হাস্পাতালে পান। তার স্বজনরা অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোঃ আবদুল খান জানান, মৃতদেহের গলায় ফাঁস লাগানোর মতো কালো দাগ রয়েছে।
তবে মৃতদেহ নিয়ে আসা স্বজনরা কিছুই বলতে চাননি। স্ত্রী ফারহানা কাছে জানতে চাইলেও তিনি এড়িয়ে যান। একপর্যায়ে তিনি বলেন, স্টোক করছে। তিনি বলেন, বিষয়টি হাতিরঝিল থানাকে অবিহিত করা হয়েছে।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোঃ আলাউদ্দিন বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি। ডা. জিহানুলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
