বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় বাংলাদেশে!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৬ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০৩ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে ভারতীয় ৫ লাখ মানুষ কাজ করছে বিনা পাসপোর্টে। আমাদের আজ আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।
ভারত আমাদের তিস্তার পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান করছে না। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তাদের যানবাহন চলছে। তারা শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না। দেশের অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে, ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। এটা ঠিক নয়।’
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ খান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
