কারাগারে হঠাৎ অসুস্থ সাঈদী, আনা হচ্ছে ঢাকায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৩৯ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
কাশিমপুর কারাগার ১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকেলে হঠাৎ বুকে ব্যাথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অধীনে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
একটি সূত্র জানিয়েছেন, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে।
এদিকে মাওলানা সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী বলেন, আমরা বিকেলে তার অসুস্থতার সংবাদ পেয়েছি। তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা আনা হচ্ছে। তবে কোন হাসপাতালে নেয়া হচ্ছে কারাকর্তৃপক্ষ আমাদের জানায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি ৫ দিনের রিমান্ডে
