গয়েশ্বর-আমান-আব্দুস সালামকে আটকের অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ১২:০১ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে ধোলাইখাল মোড়ে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ছাড়াও রাজধানী থেকে আমান উল্লাহ আমান, আব্দুস সালাম আজাদকেও আটক করেছে পুলিশ।
বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। অবস্থান কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের খরব পাওয়া গেছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনে মাঠে নামে বিএনপি।
অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধারমুখে দলের নেতকর্মীরা। পরে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় টিয়ারসেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
জানা গেছে, উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও যাত্রাবাড়ীতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সাভারের আমিনবাজার, রাজধানীর উত্তরা, গাবতলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাশাপি পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার তাদের কর্মসূচি স্থগিত করলেও ঢাকা শহরজুড়ে 'সতর্ক পাহারায়' থাকার ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছে, কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি

ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে ফেরাতে ইন্টারপোলে আবেদন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার
