আপিলেও প্রার্থিতা বাতিলই থাকছে জাহাঙ্গীর আলমের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ মে,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:০৫ এএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

আপিল করেও গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মনোনয়ন ফিরে পেলেন না সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার আপিল আবেদন নামঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। পরে বিকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
ঋণখেলাপির জামিনদার হওয়ার কারণে গত ৩০ এপ্রিল জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল বলে ঘোষণা করেন। পরে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন জাহাঙ্গীর আলম।