র্যাবকে নিয়ে সাক্ষাৎকার দেওয়া, সেই নাফিজ আলম গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ এপ্রিল,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:০৩ পিএম, ১ সেপ্টেম্বর,সোমবার,২০২৫

ছবি: সংগৃহীত
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র্যাবকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ (সোমবার) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি-বিদেশি মাদকসহ তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সে সময়ও নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

কলকাতায় সাবেক এমপি বাহার মেয়েসহ আটক, একরাত পর ছেড়ে দিল পুলিশ!

সংবিধানে পিআর পদ্ধতি সংবিধানে নেই, এর বাইরে যেতে পারি না: সিইসি
