প্রধান শিক্ষিকাকে ঘুষি মারলেন শিক্ষা কর্মকর্তা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরাকে চোখ ও মুখে ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।লাঞ্ছিতের শিকার মৌসুমি ত্রিপুরা জেলা
সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।মৌসুমি ত্রিপুরা জানান, বিদ্যালয়ের প্রধান গেট ঝুঁকিপূর্ণ হওয়ায় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানতে মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে যান। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসাকে বিশেষজ্ঞদের সতর্কতা যদি আপনি আপনার বাগানে এই বাগটি দেখতে পান, তবে এটি তাড়াতাড়ি করুন
আবেদনটি দিতে চাইলে উনি নিতে অস্বীকৃতি জানিয়ে অন্যজনকে দিতে বলেন। প্রথমে অসৌজন্যমূলক আচরণের পর আমাকে পিটিয়ে আহত করেন তিনি।মৌসুমি ত্রিপুরা আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে সুভায়ন খীসা তাকে বিয়ে করলেও এখনও সামাজিকভাবে স্বীকৃতি দেননি। আরও পড়ুন: টেকনাফের সেই ইউএনও
ওএসডিখাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথিলা বড়ুয়া জানান, ভিকটিমের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ডান চোখের নিচে দুটি সেলাই হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে হামলার অভিযোগ অস্বীকার করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, অসৌজন্যমূলক
আচরণ করার কারণে শিক্ষিকার সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি আহত হন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।