চট্টগ্রামে অপুকে একনজর দেখতে জনতার ঢল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:১৪ এএম, ৩০ এপ্রিল,
বুধবার,২০২৫

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তৈরি হয়েছে অসংখ্য ভক্ত। পর্দায় প্রিয় তারকাকে দেখলেও বাস্তবে দেখার ভাগ্য ক’জনের হয়। এ কারণে নিজ শহরে প্রিয় তারকাকে পেয়ে একনজর দেখতে জনতার ঢল নেমেছে। এমন ঘটনা ঘটেছে বন্দরনগরী চট্টগ্রামে।
গতকাল ১৪ ডিসেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে একটি শোরুম উদ্বোধন করেন। অপু আজ ফেইসবুকে কয়েটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় অ্যান্টিক নামে শোরুমটি উদ্বোধন করার সময় প্রিয় নায়িকাকে একনজর দেখতে সামনের রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল জনস্রোতে। এ ছাড়া আশেপাশের বিভিন্ন ভবনেও মানুষ ভিড় করে অপু বিশ্বাসকে দেখার জন্য।
এর আগে গত অক্টোবরে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন অপু। পাবনার ঈশ্বরদীতে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমার শুটিংয়ে। লাইভে এসে অপু দেখান, তাকে দেখার জন্য হাজারো মানুষের ভিড়। ক্রমান্বয়ে এতো বেশি মানুষের সমাগম হয়েছিল যে, শুটিং না করেই সেদিন ফিরে আসতে হয়েছিল টিমকে। এরপর ঢাকায় সেট তৈরি করে বাকি শুটিং করা হয়েছিল।