avertisements 2

বিদ্যুতের ফাঁদে মারা গেল বন্যহাতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১১ পিএম, ২৪ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৮:৪৭ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক তার দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতের কোনো এক সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাহাড়ি এলাকায় অগ্রহায়ণ মাসে পাকা ধান খাওয়ার জন্য হাতির পাল ক্ষেতে চলে আসে। স্থানীয় চাষীরা অতিষ্ঠ হয়ে ধানক্ষেত রক্ষায় বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখে। রোববার রাতে বন্যহাতি ধানক্ষেতে এলে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন। থানা পুলিশ বন বিভাগকে জানায়। বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেছে বলে জানা গেছে। এর আগে কয়েকবার একই জায়গায় বৈদ্যুতিক তার দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, বন্যহাতি মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থলে ঘুরে দেখেছি। হাতির ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2