ভিক্টরিয়া বিএনপি কর্তৃক ৫০ তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ নভেম্বর,
বুধবার,২০২৫ | আপডেট: ০৩:১১ এএম, ১৯ নভেম্বর,
বুধবার,২০২৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আইনের শাসনের স্থপতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ নভেম্বর, বরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিক্টরিয়া (অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য) শাখা কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অর্ধ শত বার্ষিকী উপলক্ষে মেলবোর্নের লেভারটন কমিউনিটি হাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভিক্টরিয়া বিএনপির আহ্বায়ক আরিফ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক মালিক বিপুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভূমি উপমন্ত্রী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি ড. শাহাবুদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. মোঃ কবির হোসেন পাটোয়ারী, খন্দকার হক (মিলন), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ মাহমুদ, তেলাল খান পল, মোঃ ওমর ফারুক, আল আমিন মাসুম খান, এবং দেওয়ান মামুন, জাতীয়তাবাদ ী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মোঃ রহমত উল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল রব ।উক্ত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অনলাইনে যুক্ত হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন
অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত





