avertisements 2

মিতু হত্যা মামলা : সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৪৬ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: জসিম উদ্দিনের আদালতে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। আগামী ৯ এপ্রিল আদালত এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি মো: আব্দুর রশিদ। এর আগে সোমবার দুপুরে একই আদালতে অভিযোগ গঠন বিষয়ে উভয়পক্ষের শুনানি হয়। শুনানি শেষে বিকেল ৪টায় আদেশের জন্য রেখেছিলেন।

এ সময় বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এ মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা এহতেশামুল হক ভোলা আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) প্রশিকিউসনের রুমে বিকেলে সাড়ে ৪টা থেকে বিকেলে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টা আইনজীবীদের সাথে বাবুল আক্তারের বৈঠকের সুযোগ দিয়েছেন আদালত।

এ বিষয়ে পিপি আবদুর রশিদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে বাবুলসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত শুনানি শেষে অভিযোগপত্রভুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামী ৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।’

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, ‘আমরা এই মামলার অভিযোগ থেকে বাবুল আক্তারের ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে আবেদন করেছি। এর পক্ষে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আদালত বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। অভিযোগ গঠনের বিষয়ে বাবুল আক্তারের সাথে কথা বলে উচ্চ আদালতে যাব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাবুল আক্তারকে ফেনী কারাগারে রাখার একটি আবেদন করা হয়েছিল। তবে আদালত আদেশে বিচারের সুবিধার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখার আদেশ দিয়েছেন। জেলকোড অনুযায়ী চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয়। পরদিন (৬ জুন) বাবুল আক্তার প্রথমে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একইদিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। ওই মামলায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2