avertisements 2

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২ হাজারের বেশি ঘর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মার্চ,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৫৩ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। নিহতের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেককে নিখোঁজ দাবি করছে পরিবারের সদস্যরা।’ 

এ ঘটনা কোনো নাশকতা কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না। প্রাথমিকভাবে জেনেছি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বিকেল পৌনে ৩টার দিকে উখিয়ার বালুখালীর ৯, ১০ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগে। ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল গণমাধ্যমকে বলেছেন, ‘প্রায় দুই ঘণ্টা পর ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2