avertisements 2

বোরকা পরে ক্রিকেট শেখানো সেই মায়ের সাথে দেখা করলেন মুশফিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৭:৩৯ পিএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

মা-ছেলের ক্রিকেট খেলায় মাতলো নেট দুনিয়ায়। রাজধানীর পল্টন ময়দানে মা ও ছেলের ক্রিকেট খেলার ওই দৃশ্য নজর কেড়েছে সবার। যা মূহুর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই মা-ছেলের সাথে সাক্ষাত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সেই মা-ছেলের সাথে কথা বলতে দেখা গিয়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ কে। গেল শুক্রবার ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পাঞ্জাবি পায়জামা পরিহিত শিশু ছেলে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। অপর প্রান্তে বোরকা পরিহিত মা ব্যাট করছে! পত্রিকার একজন ফটোগ্রাফারের ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। পরে তাদের পরিচয় জানা যায়, বোরকাপরা নারীর নাম ঝর্ণা আক্তার, যিনি এক সময়কার সফল অ্যাথলেট। তার ১১ বছরের ছেলের নাম শেখ ইয়ামিন, আরামবাগের একটি মাদ্রাসার চতুর্থশ্রেণীর শিক্ষার্থী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2