avertisements 2

মেলবোর্নের সৈকতে থেকে রিকি পন্টিং'র গাড়ি চুরি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারী, বুধবার,২০২১ | আপডেট: ০৩:০৫ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

অবকাশ যাপনে সপরিবারে মেলবোর্নের সমুদ্র সৈকতে গিয়ে চোরদের টার্গেটে পড়েন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

শুক্রবার রাতে মেলবোর্নের বাসায় ফিরে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক যখন স্ত্রী ও তিন সন্তাকে নিয়ে বিশ্রামে ছিলেন তখন পার্কিংয়ে থাকা অবস্থায় তার গাড়িটি চুরি হয়ে যায়।

তবে পুলিশের তৎপরতায় মেলবোর্নের ক্যাম্বারওয়েল থেকে সেই গাড়িটি ফেরত পেয়েছেন রিকি পন্টিং।

একটি সূত্রে জানা যায়, মেলবোর্নের ক্যাম্বারওয়েলে ডিউটি থাকা অবস্থায় পুলিশি ঝামেলা এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন দুই ব্যক্তি। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু গাড়িটি রেখেই তারা পালিয়ে যায়। গাড়ি উদ্ধার হলেও সন্দেহভাজন সেই দুই ব্যক্তিতে ধরতে পারেনি পুলিশ।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৭৫ ওয়ানডে, ১৬৮ টেস্ট আর ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭১টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৪৮৩ রান সংগ্রহ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি এবং সর্বোচ্চ রান সংগ্রহ করা পন্টিং অধিনায়ক হিসেবেও সফল। বিশ্বের সেরা দশজন অধিনায়কদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

টেস্টের সাদা পোশাকে ৭৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে ৪৮টি জয় উপহার দেন রিকি পন্টিং। তার অধিনায়কত্বে ২৩০ ওয়ানডের মধ্য ১৬৫টিতে জয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলে ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে রেকর্ড ২২০টিতে জয় উপহার দেন পন্টিং।

ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে গেছেন ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা ক্রিকেটার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2