avertisements 2

ভারতের শোচনীয় রেকর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৩ এএম, ২০ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৭:৪৩ পিএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

অ্যাডেলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যাওয়ায় সবচেয়ে কম রানে টেস্ট ইনিংস হারের তালিকায় সাতটি দেশের মধ্যে স্থান হলো ভারতের।

শনিবার অ্যাডেলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্রা ৩৬ রানে। অস্ট্রেলিয়া এই টেস্টে জয় পেয়েছে আট উইকেটে।

অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের মুখে দাঁড়াতে পারেনি ভারত। কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌছুতে পারেননি। গত ৭৫ বছরের মধ্যে এই প্রথম এত কম রানে কোন দেশের টেস্ট ইনিংস গুটিয়ে গেল। সর্বশেষ ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ইনিংস গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের।

সর্বনিম্ন রানে টেস্ট ইনিংস শেষের সাত দেশের তালিকা:

অস্ট্রেলিয়ার জশ হেজেলউড নিয়েছেন পাঁচটি উইকেট আর প্যাট কামিংস নিয়েছেন চারটি উইকেট। বাহুতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন মোহাম্মদ সামি। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৯০ রান।

এর আগে এক ইনিংসে ভারতের স্কোর সর্বনিম্ন ৪২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৪ সালে।

কোহলি বনাম স্মিথ: প্রজন্ম সেরা দুই ব্যাটসম্যানের পাঁচটি আলোচনার বিষয় দীপাবলিতে ভিরাট কোহলির যে টুইট নিয়ে বিরাট বিতর্ক উইলিয়ামসনকে গালি দেয়া নিয়ে কোহলি যা বললেন

পরাজয়ের পর ভারতীয় ক্যাপ্টেন ভিরাট কোহলি বলেছেন, ''আমার অনুভূতি শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। আমরা পুরোপুরি ভেঙ্গে পড়েছি। দুই দিন ধরে কঠোর পরিশ্রম করলাম, এরপর মাত্র এক ঘণ্টায় এমন একটা অবস্থায় চলে গেলাম, যেখান থেকে বিজয়ী হওয়া অসম্ভব। এটা সত্যিই ব্যথিত করে।''

অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পাইন বলেছেন, ''শেষ দিকে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাবছিলাম, হয়তো খেলাটি চারদিন বা পাঁচদিনেও গড়াতে পারে, কিন্তু এখানে আসলে বল নিয়ে আমাদের প্রতিভার বিষয়টিই বেরিয়ে এসেছে। উইকেটে যদি কিছু থাকে যা আমাদের ছেলেরা ঠিকমতো কাজে লাগাতে পারে, তখন এরকম কিছুই ঘটতে পারে।''

বিষয়:

আরও পড়ুন

avertisements 2