avertisements 2

করোনা টেস্টের আড়াই কোটি টাকা নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট উধাও

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৫ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

খুলনা জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টেস্টের সার্ভিস চার্জের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাসপাতালে প্যাথলজি টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো প্রকাশ কুমার। করোনা পরীক্ষার সরকারি সেবা মূল্যের টাকা জমা হতো তার কাছে। তিনি দীর্ঘ দিন ধরে ওই খাতের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে ওই টাকা দিয়ে খুলনায় শো-রুম ও জমি কিনেছে।

জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার থেকে তিনি অফিসে অনুপস্থিত রয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

পলাতক প্রকাশ-এর স্ত্রী মাধবী প্রকাশ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। তিনি জানান, তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন তা তিনি জানেন না। 

করোনা সার্ভিস চার্জের টাকা আত্মসাতের সংগে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে খুলনা সিভিল সার্জন কার্যালয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2