avertisements 2

সিডনিতে 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র উদ্যোগে সিডনিতে ১৫ অক্টোবর (শনিবার) এক জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। 

সিডনিস্থ ইউএনএসডব্লু-এর সায়েন্স থিয়েটারে এই মিউজিক ফেস্টটি আয়োজিত হয়। 

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রিয় এই অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০টা থেকে শুরু হয়ে রাত ১২:৩০টা পর্যন্ত চলমান থাকে। 

মিউজিক ফেস্টের আয়োজক হিসেবে ছিলেন 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র কর্ণধার মিরাজ হোসেন, ফয়সাল আজাদ ও এনামুল হক।

 

অনুষ্ঠানের আয়োজকগণ জানান, বরাবরই 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র প্রতিটি অনুষ্ঠান দারুণভাবে সফল হয়েছে। এবারের মিউজিক ফেস্টও সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে। দর্শকদের মুহুর্মুহু করতালি, নাচ ও আনন্দ-উচ্ছাসের শব্দে মিলনায়তন ভরে উঠেছিলো। 

 

অনুষ্ঠানে সাইয়িদ পারভেজ ও ফাতেমা পারভেজের উপস্থাপনায় মিউজিক ফেস্টের মঞ্চে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল দলছুট, আর্ক, তাসনিম আনিকা ও ডিজে রাফ সান পারফরম্যান্স করেছেন।

 

মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর করেছে ডিভাইন হোমস্, প্লাটিনাম পার্টনারে ছিলো অস্ট্রেলিয়ান বিজনেস এন্ড কুলিনারি ইনস্টিটিউট ও পাওয়ারড বাই অপটেক ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে করপোরেট পার্টনারে ছিলো এডুক্যাব।।

 

গোল্ড পার্টনারে ছিলো, মাইক্রো ফাইন্ডিং, আরএনও, অ্যাপল একাউন্টটিং এন্ড ট্যাক্সেশন সার্ভিসেস, বেটাওয়াট সোলার, পিএরডি, বার্গার অন ব্রডওয়ে, বোম্বে গ্রিল, রে-হুয়াইট ল্যাকেম্বা ও জেসকাটস্। 

মিউজিক ফেস্টের মিডিয়া এন্ড সাপোর্টিং পার্টনার হিসেবে ছিলো স্বদেশ বার্তা, স্বদেশ এন্টারটেইনমেন্ট, অপেরা মিউজিক স্টেশন ও দ্যা ডেইলি মার্ক নিউজ।

 

এছাড়া অনুষ্ঠানে লগিস্টিক পার্টনার হিসেবে ছিলো এফআরআই ইন্জিনিয়ারিং এন্ড কনসালটিং প্রাইভেট লি.।

 

আয়োজক সূত্রে জানা গেছে, মিউজিক ফেস্টের মিলনায়তন ছিলো দর্শক-শ্রোতায় পরিপূর্ণ।

 

মিউজিক ফেস্টের আয়োজকগণ অনুষ্ঠানের সমস্ত আয়োজন যথাযথভাবে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছিলো।

 

মিউজিক ফেস্টের এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক 

গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগীতপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকগণ সকল দশর্ক-শ্রোতার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর ও সমৃদ্ধ মিউজিক ফেস্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। 

 

সবমিলে এবছরের গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের মিউজিক ফেস্ট দারুণভাবে সফল হয়েছে।

Previous Next

উল্লেখ্য, গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের উদ্যোগে এই 'মিউজিক ফেস্ট' পূর্ববর্তী বছরগুলোতেও বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো। 

মিউজিক ফেস্টের ২০১৮ সালের অনুষ্ঠানে বাংলাদেশের সুনামধন্য ব্যান্ড দল সোলস্, ওয়ারফেস, সংগীতশিল্পী ঐশী, জনপ্রিয় কমেডিয়ান জামিল হোসেন ও আবু হেনা রনিসহ সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ পরিবেশনায় অংশগ্রহণ করেন।

এছাড়া মিউজিক ফেস্টের ২০১৯ সালের অনুষ্ঠানে সুরের মূর্ছণা ছড়িয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব এবং মাইলস্ ব্যান্ডের কলাকুশলীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2