avertisements 2

সিডনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাসভূমি উৎসব 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:১০ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

গত ৫ জুন হয়ে গেল অস্ট্রেলিয়া ভিত্তিক মিডিয়া বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই সিডনি ছিল মুখরিত। এর অন্যতম কারন হচ্ছে, বিগত বছরগুলোতে বাসভূমির প্রতিটি অনুষ্ঠান ছিল দর্শক প্রিয়। 
এবারে উৎসবে অডিটরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। নৃত্য, আবৃতি, গান, গীতি আলেখ্য সবার মন ছুঁয়ে গেছে। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম ও শামীমা সুমী। উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটো। 
উৎসবে দলীয় নৃত্য পরিবেশন করেন তাম্মি পারভেজ, তাফতুন নাইম, নাতাশা, অরনা এবং মৌসুমি সাহার নির্দেশনায়  নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমীর শিল্পীরা এবং শ্রেয়সী দাস ও মিতা দে’র গ্রুপ নটরাজ ড্যান্স একাডেমীর শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন পূরবী পারমিতা বোস ও আনুভা। দলীয় সঙ্গীতে অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার শিল্পীরা। একক সঙ্গীতে অংশ গ্রহণ করেন শাম্মি আহমেদ, আয়েশা কলি, ফায়িজা কালাম রুবা, নিলুফা ইয়াসমিন, রাসেল ইসলাম প্রমুখ। শ্রুতি নাটক পরিবেশন করেন রতন কুন্ডু ও পলি ফরহাদ। কবিতা আবৃতি করেন মাসুদ পারভেজ অ তাম্মি পারভেজ। উৎসবে স্বপ্ন ব্যান্ড সংগীত পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। 

Previous Next
 

অনুষ্ঠানে এক পর্যায়ে হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়া ঘোষণা দিতে মঞ্চে আসেন বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান দেওয়ান, শ্রাবন্তী কাজী এবং সাংস্কৃতিকজন এহসান রেজা ও সায়রা মির্জা। 

উৎসবটি উপস্থাপনা করেন জাহাঙ্গীর আলাম ও আয়েশা মানহা।-সংবাদ বিজ্ঞপ্তি
 

বিষয়: বাসভূমি

আরও পড়ুন

avertisements 2