avertisements 2

সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে ডিসেম্বরে বিজয় মেলা আয়োজন করবে বিডিহাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৮:১০ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

বিডিহাব সিডনি গত ১২ জুন ২০২১ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বছরব্যাপী কর্মসূচীর বিস্তারিত বর্ননা করেন হাবের সভাপতি এবং সাধারন সম্পাদক যথাক্রমে আবুল সরকার এবং আব্দুল বারেক খান রতন এবং এখন থেকে নিয়মিত প্রতিবছর ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে বিজয়মেলা করার ঘোষনা করেন।
বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে তারা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী যেখানে তারা এক বর্নাঢ্য আয়োজনে ৮ জন কীর্তিমান বাঙ্গালীকে সম্মাননা দিয়ে কমিউনিটিতে প্রসংশিত হয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল তাদের ট্রেজারার সাখাওয়াত হোসেন শওকত ৪০ টি গ্রুপে ক্যারম টুর্নামেন্টের যাবতীয় নিয়ম-কানুন তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাকে সহায়তা করেন বিডিহাব সিডনির অন্যান্য কর্মকর্তাগনের মধ্যে মোহাম্মদ টিপু, শফিক শেখ, সাঈদ মিঠু, মো: নীরব, ফয়সাল আযাদ প্রমুখ।

সাঈদ মিঠু ঈদমেলার তারিখ ঘোষনা করেন। তবে সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক এর ঘোষিত ঈদমেলার তারিখের সাথে বিডিহাব ঘোষিত তারিখ ওভারল্যাপ করলে বিডিহাব তারিখ পরিবর্তন করে পরবর্তীতে জানিয়ে দিবে। সভাপতি  আবুল সরকার এবং সাধারন সম্পাদক জনাব রতন সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনকের জেনারেল সেক্রেটারী সেলিমা বেগমের সাথে আলাপ করে নিবেন।

অন্যতম সংগঠক ফয়সাল আযাদ ৩১ জুলাই পিঠা উৎসব করার ঘোষনা করেন। বিডিহাব সিডনির সকল কর্মকর্তা বিডিহাবকে নতুন প্রজন্মের জন্য বাঙ্গালী সংস্কৃতি চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষনা করেন। তারা পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে মাল্টিকালচারাল সোসাইটি, সিডনি বাঙ্গালী কমিউনিটি, ক্যাম্বেলটাউন বাংলা স্কুলসহ ক্রীয়াশীল সকল সংগঠনের সাথে কাজ করবে বলেও ঘোষনা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2