avertisements 2

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর ছেলের আকস্মিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ আগস্ট,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৯:৩৮ এএম, ৩ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য  আকস্মিকভাবে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। জানা গেছে, অমর্ত্য আজ ২৫ আগষ্ট  ভোর তিনটার দিকে সিডনির ইয়াগুনার বাসায় হঠাৎ অসুস্হ হয় পড়ে। এক পর্যায়ে বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। ।দ্রুত ০০০ কল করে প্যারামেডিকের সাহায্য নিয়েও তার শ্বাস প্রশ্বাস সচল করা যায়নি।মৃত্যু কালে তার বয়স হয়েছিলো মাত্র ২১ বছর।

সদ্য প্রয়াত অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলো।  আকস্মিক মৃত্যুর কারনে ফরেনসিক বা ময়না তদন্তের প্রক্রিয়া শেষ হতে দুই তিনদিন লাগবে। তারপর জানাযা শেষে সিডনির রকউড  সেমিট্রিতে দাফন করা হবে বলে জানা গেছে।   সাংবাদিক ফজলুল বারীর ছেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2