avertisements 2

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের ফেরত আনার উদ্যোগ, সহযোগিতা দেবে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ এপ্রিল, বুধবার,২০২০ | আপডেট: ০১:৩৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

করোনা ভাইরাস  এর সংক্রমণ রোধে  পুরোপুরি লকডাউনের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া । ইতিমধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।একইসঙ্গে যে কোন ধরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শুধুমাত্র  বিশেষ বিমানে করে সীমিত সংখ্যক অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে ফেরার ব্যবস্হা রয়েছে। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ বেড়াতে গিয়ে আটকা পড়েছেন বেশ কিছু  অস্ট্রেলিয়ান বাংলাদেশী।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ায় নিজেদের পরিবার পরিজনের কাছে ফেরার আগ্রহ জানাচ্ছেন। সেই সকল অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের ফেরত আনার উদ্যোগ নেওয়ার জন্য অভিবাসন, নাগরিকত্ব, অভিবাসী সেবা ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশি কমিউনিটি এ্যাডভোকেট বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনকের সিনিয়র সহ সভাপতি  জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন।

এই সময় তাকে জানানো হয় পারিপার্শ্বিক পরিস্হতি বিবেচনা করে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান  হাইকমিশনারের কার্যক্রম সীমিত করা হয়েছে ফলে ইচ্ছা করলে যে কেউই   হাইকমিশনে যোগযোগ করতে পারছে না। এক্ষেত্রে তিনি (জাহাঙ্গীর আলম) যদি   একটি তালিকা দেন যে কোন কোন  অস্ট্রেলিয়ান বাংলাদেশী এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ফিরতে ইচ্ছুক তাহলে অভিবাসন, নাগরিকত্ব, অভিবাসী সেবা ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) মাধ্যমে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবে।

এমতবস্হায় যদি কোন বাংলাদেশে অবস্হান করা  কোন অস্ট্রেলিয়ান বাংলাদেশী অস্ট্রেলিয়া ফিরতে চান তবে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনকের ইমেইলঃ mscampbelltown@gmail.com নাম, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা ও পাসপোর্ট নাম্বার সহ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2