avertisements 2

 স্বাধীনতা দিবসের অষ্ট্রেলিয়া বিএনপির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মার্চ,রবিবার,২০২০ | আপডেট: ০১:৩৯ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

অষ্ট্রেলিয়া বি এন পির আহব্বায়ক অধ্যাপক ডক্টর হুমায়ের চৌধূরী রানা এবং সদস্য সচিব জনাব হায়দর আলী স্বাক্ষরীত এক বিবৃতির মাধ্যমে অষ্ট্রেলিয়া তথা দেশে বিদেশে অবস্হানরত সকল বাংলাদেশী ভাই বোনদেরকে প্রিয় মাতৃভূমির ৪৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।  বিবৃতিতে তারা দেশ স্বাধীনতায় স্বাধীনতার ঘোষক সহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্রদ্ধাভরে স্মরন করেন।

তাছাড়া যে সকল অকোতভয় মুক্তিযোদ্ধা ভাই বোনেরা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন তাদের প্রতি স্রদ্ধা আর সম্মান জ্ঞ্যাপন করেছেন।  এছাড়াও তারা স্বাধীনতা দিবসের প্রাক্ষালে গনতন্রের মাতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্তি লাভ করায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। দেশের গনতন্রকামী মানুষের মনে কিছুটা হলেও সস্হীর নিশ্বাস জাগবে বলে তারা উল্লেখ করেন। তারা শেষ পর্জন্ত সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে মনে করেন।

বিবৃতিতে নেত্রীবৃন্ধ বর্তমান সময়ের Covid 19 মহামারীর প্রাদুর্ভাবে সমস্হ প্রিথীবি জুড়ে গন মানুষের জীবন বিপন্নের হুমকিতে উদ্ভেদ প্রকাশ করেন এবং এই deadly virus থেকে আমাদের মুক্তির জন্য পরম করুনাময়ের নিকট সাহয্য প্রার্থনা করেন। এব্যাপারে সবাইকে নিয়ম নীত অবলম্বন করে নিজেদের safety রক্ষা করে চলার প্রয়োজন বলে তারা উল্লেখ্ করেন। উক্ত বিবৃতিতে আরোও সাক্ষর করেন কমিটির সিনিয়র নেত্রীবৃন্ধ সহ অন্যান্য সদস্যবৃন্ধ। তাদের মধ্যে ছিলেন যথাক্রমে আরিফুল হক, সোহেল ইকবাল, জাকির আলম লেলিন, আশরাফুল আলম রনি, মিতা কাদরি, ফয়জুর রহমান চৌধূরী, ফরিদ আহমদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইউসুফ আলী, সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম অপু, ইয়াসির আরাফাত অপু, সাদ সামাদ, তাফতুন নিতু, মিজান, আবু বকর, মীর হুসেন, খুরশেদ প্রমুক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2