avertisements 2

২৯ মার্চ সিডনির লাকেম্বার পেরী পার্কে স্বাধীনতা মেলা ২০২০

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মার্চ,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:১৪ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে আগামী ২৯ মার্চ বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার পেরী পার্কে স্বাধীনতা মেলা ২০২০ এর আয়োজন করেছে জিয়া কাউন্সিল, অস্ট্রেলিয়া. এই উপলক্ষ্যে গত ১ মার্চ, রবিবার রাত ৮ টায় গ্রামীণ রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে প্রেস কনফারেন্স এন্ড কমিউনিটি এনগেজমেন্ট এর আয়োজন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি সাংবাদিকবৃন্দ এবং কমুনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ. আশিকুর রহমানের সঞ্চালনায়

অনুষ্ঠানের সভাপতি ডাঃ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক নূরে আলম লিটন মেলার সকল কার্যপ্রণালী ও বাংলাদেশী শিল্প সংষ্কৃতি উৎকর্ষের পদক্ষেপ সবার সামনে তুলে ধরেন. সংবাদিক সহ অন্যান্য সুধীজনের বিভিন্ন প্রশ্নের অত্যন্ত সুচারু জবাব দেন জিয়া কাউন্সিল, অস্ট্রেলিয়ার প্রধান পৃষ্ঠপোষক  মনিরুল হক জর্জ. তিনি বলেন - জিয়া কাউন্সিল একটি সামাজিক সংগঠন, সুতরাং এই প্রবাসে সকল বাংলাদেশীরা এক সাথে ঐক্যবদ্ধ ভাবে যদি স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি তবেই প্রকাশ পাবে আমাদের সম্প্রীতি, সংরক্ষণ হবে মহান মুক্তিযুদ্ধের চেতনা. তিনি জিয়া কাউন্সিল কর্তৃক পাঁচটি ক্যাটাগরিতে স্বাধীনতা দিবস পদকের ঘোষণা দেন. এক প্রশ্নের জবাবে তিনি বলেন -

আমরা অত্যন্ত জনপ্রিয় শিল্পী ন্যান্সির ভিসার জন্যে এপ্লাই করেছি, তার ভিসা হলেই প্রকাশ করা হবে. মেলায় বিশেষ আকর্ষণ থাকবে বেলাল ঢালীর পরিচালনায় রম্য নাটক "" পিঁয়াইজ থ্যারাপি"". প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহে জামান টিটু, টাইটেল স্পনসর এস্যুরেন্স হোম বিল্ডার্স এর কর্ণধার  মশিউর রহমান মুন্না,  ট্রেজারার আবুল হাসান, এ কে এম ফজলুল হক শফিক, এডভোকেট মোবারক হোসেন, নাফিজ আহমেদ খন্দকার, আব্দুস সাত্তার, শাহ আলম, ফাগুন হওয়ার প্রেসিডেন্ট তিশা তানিয়া, গ্রান্ড ল্যাকেম্বা মেলার প্রেসিডেন্ট তাম্মি পারভেজ, কৃষ্টি ব্যান্ড এর টাবু, ময়না, নাহার, আবুসাঈদ খুদরী সহ অনেকে. মেলায় সকল প্রকারের মুখরোচক খাবার পরিবেশন করবে মাকসুদা কেটারিং যার কর্ণধার এ এন এম মাসুম এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব রহমান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2