ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০১৯ | আপডেট: ০১:২৪ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

নতুন কমিটি গঠিত হলো অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ)। সম্পতি দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টে দ্বিতীয় সায়েন্টিফিক কনভেনশন ও নতুন কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনে মোহাম্মদ ইসলাম জামানকে সভাপতি ও মোহাম্মদ ওয়াজিদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এফবিএমএসএ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের বাংলাদেশি ডাক্তারদের সংগঠনগুলো নিয়ে কেন্দ্রীয় পর্যায়ের একটি সংগঠন।
যা অস্ট্রেলিয়া সরকার কর্তৃক অনুমোদিত। ফেডারেশনের মূল কার্যক্রম হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রশিক্ষণ ও শিক্ষা, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী চিকিৎসকদের নিজ পেশায় যোগদানে সহযোগিতা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন প্রায় ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক অবস্থান করছেন। বিজ্ঞপ্তি