avertisements 2

২ নভেম্বর সিডনির ওয়াইলী পার্কে প্রভাত ফেরী - কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ অক্টোবর, বুধবার,২০১৯ | আপডেট: ১১:৩৭ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

আগামী ২ নভেম্বর সিডনির ওয়াইলি পার্কে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে প্রভাত ফেরী - কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব। উৎসবে অনুষ্ঠানের পাশাপাশি থাকছে খাবারসহ আকর্ষণীয় হরেক রকমের পণ্যের স্টল। দেশ থেকে মনে বয়ে নিয়ে আসা রঙ্ দিয়ে সিডনির সবুজ ক্যানভাসে আঁকতে চাইছে বাঙ্গালিয়ানার কোলাজ।

সাতসুরে বেঁধে উড়িয়ে দিতে চাচ্ছে মন কেমনের ইচ্ছে ঘুড়ি।কবিতা বিকেলের এই উদ্যোগের সাথে এবার যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার আলোচিত বাংলা পত্রিকা ‘প্রভাত ফেরী’ । এবারও সিডনির ওয়ালি পার্কের এরেনা মঞ্চটিকে কেন্দ্র করে দিনভর বাতাসে ভাসবে বাংলার সুর, নুপুরের ঝংকার আর কবিতার ছন্দ।  সিডনীর গুণী শিল্পী এবং সংগঠনের পাশাপাশি এবারের উৎসবের মঞ্চে আলো ছড়াবেন নন্দিত সঙ্গীতশিল্পী, সংগীত গবেষক মৌসুমী ভৌমিক।     

কবিতা বিকেল সংগঠনটির সভাপতি মাহমুদা রুণু  ও প্রভাত ফেরী পত্রিকার প্রধান সম্পাদক  শ্রাবন্তী কাজী আশরাফী এক যৌথ বিবৃতিতে সকলকে  প্রভাত ফেরী - বাংলা সংস্কৃতি উৎসব যোগ দেওয়ার জন্য আমন্ত্রন জানিয়েছেন। কবিতা বিকেল মূলত সিডনি প্রবাসী বাংলাভাষী কবি, কথা সাহিত্যিক, গবেষক এবং সাংস্কৃতিক মানুষের সমন্বয়ে গঠিত একটি সঙ্ঘ।

এই প্রবাসে বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে ২০০৬ সালে থেকে কবিতা বিকেল কাজ করছে । নিয়মিত আবৃত্তি প্রযোজনা, নাটক ছাড়াও কবিতা বিকেল সাহিত্য সভা, কর্মশালা ও একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে থাকে।  বাংলা সংস্কৃতি উৎসব কবিতা বিকেলের এই ধারাবাহিকতারই অংশ, ২০১৮তে যার শুরু।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2