ক্যাম্বেলটাউনে বাংলা আর্ট এক্সিবিশনের বর্নাঢ্য উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৩:৫৮ পিএম, ১৬ জানুয়ারী,শুক্রবার,২০২৬
এই প্রথমবারের মতো ক্যাম্পেলটাউন আর্টস সেন্টারে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলা আর্ট এক্সিবিশন ক্যাম্পেলটাউন ২০১৯। প্রদর্শনী শুরু হয়েছে ২৫ সেপ্টেম্বর বুধবার ২০১৯ এবং চলবে ১৩ অক্টোবর ২০১৯। বাংলা আর্ট এক্সিবিশনের বর্নাঢ্য উদ্বোধন হলো গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ দুপুর ২ টায়।
বর্নাঢ্য এই প্রদর্শনীর উদ্বোধন করেন ক্যাম্পেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ বিটিসিভিক। উদ্বোধনী অনুষ্ঠানে ভিজুয়াল আর্টসের পাশাপাশি পারফরমিং আর্টস এর অংশ হিসেবে কবিতা আবৃত্তি, নৃত্য এবং গানের ব্যবস্থা ছিলো। অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন মেয়র জর্জ বিটিসিভিক, কাউন্সিলর মাসুদ চৌধুরী, বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। বাংলাহাবের পক্ষে শিল্পী মুনির হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সবাইকে লাঞ্চে অংশগ্রহনের আমন্ত্রণ জানান।





