স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদযাপন কমিটি
                                    
                                    
                                        
                                            নিজস্ব প্রতিবেদক
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২৬ মে,
                                    বুধবার,২০২১ | আপডেট:  ০২:২০ এএম,  ১ নভেম্বর,শনিবার,২০২৫
                                
 
                        
                    বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশে ও প্রবাসে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসেবে অস্ট্রেলিয়া বিএনপির উদযাপন কমিটি করছে কেন্দ্রীয় কমিটি। মোঃ দেলওয়ার হোসেনকে প্রধান উপদেষ্টা, মনিরুল হক জর্জকে আহবায়ক, মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফকে সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এবং মোহাম্মদ রাশেদুল হক সদস্য সচিব করে ২৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির  আহবায়ক ড. খন্দকার মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা দেন।
 















 
                                     
                                     
                                     
                                     
                                    


