স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি অস্ট্রেলিয়া থেকে একযোগে নাম প্রত্যাহার
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১৮ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট:  ০৯:৪১ এএম,  ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
                                
 
                        
                    বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার প্রকৃত ইতিহাস দেশের আপামর জনসাধারণ সহ বিদেশীদের তুলেধরা জন্য  দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড: খন্দকার মোশারফ হোসেন কে আহ্বায়ক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য  বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালামকে সদস্য সচিব করে একটি শক্তিশালী  সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করেন । তাদের সুযোগ্য নেতৃত্বে দেশের জেলা উপজেলা এবং প্রবাসেও উদযাপন কমিটি গঠন হয় । এতে ঝিমিয়ে পড়া নেতা কর্মী বিশেষ করে প্রবাসে অবস্থিত দলীয় সমর্থকদের মধ্যে প্রানচান্চল্যের সৃষ্টি হয় । তাদের সিদ্ধান্তে গত মার্চ মাসে  অস্ট্রেলিয়া সহ আটটি দেশর ৪০ জনকে কে নিয়ে  ড: শাকিরুল ইসলামকে খান আহ্বায়ক এবং ইন্জিনিয়ার বাদলুর রহমান কে যুগ্ম আহ্বায়ক করে সুবর্ণ জয়ন্তী উদয়াপন কমিটি এশিয়া প্যাসিফিক অন্চল গঠিত হয় । অন্যান্ন দেশের মত অস্ট্রেলিয়াতেও একজন সমন্বয়ক নির্ধারণ করা হয় এবং সবার সাথে আলোচনা সাপেক্ষে  ৬টি উপ কমিটির নাম কেন্দ্রে জমা দেয়া হয় । এই কমিটির নেতৃত্বে গত ২৬শে মার্চ  অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ, জাতীয় এবং বাংলাদেশের বিভিন্ন সোংবাদিকদের উপস্থিতিতে জাকজমকভাবে  বছরব্যপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধন করা হয়। আজ এই মে মাসে গণতান্ত্রিক প্রক্রিয়ায়  নেতা হতে না পেরে  কিছু নেতার প্ররোচনায় ভিন্ন পন্থায় অস্ট্রেলিয়া এশিয়া প্যাসিফিক অন্চলের
অন্তর্ভুক্ত থাকা সত্বেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঊদয়াপন কমিটি অস্ট্রেলিয়া নামে একটি কমিটি গঠন করা হয়েছে যা সাংঘর্ষিক এবং পরস্পর স্বার্থ বিরোধী।
 আমরা অনেকেই এই কমিটির দেওয়ার যৌক্তিকতা নিয়ে আমাদের অনেক নেতাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। উপরন্তু এই কমিটিতে উপদেষ্টা থেকে সদস্য পর্যন্ত এমন কিছু নাম  কমিটি বড় করার জন্য যুক্ত  করা হয়েছে তারা আমাদের বিএনপি’র রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তো নয়ই এমন কি কেউ কেউ আমাদের দেশের নাগরিকই নয় । আমাদের কাছে মনে হয়েছে যে দুই একজন  পদলোভী নেতার মনবান্ছনা পুরনের জন্যেই  এই সমান্তরাল কমিটি ।
তা ছাড়াও এ কমিটিতে গ্রুপ রাজনীতির নগ্ন বহিপ্রকাশ ঘটেছে । রাজনীতির যে নুন্যতম সংস্কৃতি ও সৌজন্য বোধ থাকার কথা তা  পরিকল্পিত ভাবে অবজ্ঞা করা হয়েছে ।
এর ফলে বহুদা ভাগে বিভক্ত দলের মধ্যে আরো  বিভক্তি ও অনৈক্যের সৃষ্টি হয়েছে।
বিএনপি আদর্শের একনিষ্ঠ কর্মী হিসাবে কয়েকজন পদলোভীর স্বার্থে করা কমিটিতে  আমাদের থাকা সম্ভব নয় বিধায় এই কমিটি প্রত্যাখ্যান  করছি এবং এ থেকে আমরা আমাদের নাম প্রত্যাহার করে নিচ্ছি । আমরা এশিয়া প্যাসিফিক অন্চল অস্ট্রেলিয়ার যে কমিটি পুর্বে দেয়া হয়েছে  তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঐ কমিটির সাথে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সকল কর্মকান্ডে জড়িত থাকতে সচেস্ট হবো।
১।ড: হুমায়ের চৌধুরী - আহ্বায়ক
বিএনপি ইস্ট্রেলিয়া (রানা-হায়দার)
২।লিয়াকত আলী স্বপন
সাবেক সাধারন সম্পাদক
বিএনপি অস্ট্রেলিয়া
৩।আলহাজ্ব লুৎফুল কবীর
সাবেক জাকসু ক্রীড়া সম্পাদক
সভাপতি বিএনপি অস্ট্রেলিয়া ( কবীর -হাসান)
৪।ব্যারিষ্টার নাসির উল্লাহ
আহ্বায়ক  বিএনপি  অস্ট্রেলিয়া(নাসির-রাশেদ)
৫।ডা: মজনু
প্রতিষ্ঠাতা সভাপতি
ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রদল
৬।মোহাম্মদ হায়দার আলী
সদস্য সচিব বিএনপি অস্ট্রেলিয়া  ( রানা-হায়দার)
সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রদল
৭।জাকির আলম লেনিন
সাংগঠনিক সম্পাদক
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া
সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রদল
১০।মুন্নি চৌধুরী মেধা
সাবেক ছাত্রদল নেত্রী ইডেন কলেজ
১১।খন্দকার নাফিজ আহমেদ
সাবেক সদস্য ঢা বি ছাত্রদল
১২।আশরাফুল আলম
সাবেক ছাত্রদল নেতা  ঢাকা মহানগরী
১১।সৈয়দা মাসুদা কাদরী মিতা
সাবেক ভিপি খুলনা সরকারী মহিলা কলেজ
১২।ফরিদ মিয়া
প্রতিষ্ঠাতা সভাপতি
জামালগন্জ ছাত্রদল
১৩।ফয়জুর চৌধুরী
১৪।ইয়াছিন আরাফাত অপু
সাবেক সদস্য কক্সবাজার ছাত্রদল
১৫।রাকিবুল আলম মিয়া অপু
আহ্বায়ক যুবদল অস্ট্রেলিয়া
১৬।নজরুল ইসলাম নাফিজ
সদস্য মুন্সিগন্জ বিএনপি
১৭।হাজী ইউসুফ আলী
আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া
১৮।মোহাম্মদ মীর হোসেন
১৯।মোহাম্মদ জসিমউদ্দিন
২০। মিজানুর রহমান
সংবাদ বিজ্ঞপ্তি


 
                                     
                                     
                                     
                                     
                                    


