avertisements 2

বাংলাকথার  সম্পাদক  সালেহা  হকের পিতৃবিয়োগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,শনিবার,২০১৯ | আপডেট: ১২:৪৫ পিএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

Text

বাংলাকথার সম্পাদক ও প্রকাশক সালেহা  হকের পিতা ও অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এনাম হকের শশুর মোঃ আতিয়ার রহমান (৭৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  গতকাল শনিবার  তিনি যশোরের শর্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের  নিজ বাসভবন  ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক  ছেলে, ৫ মেয়েসহ অগণিত   গুণগ্রাহী রেখে গেছেন। রোববার  জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মোঃ আতিয়ার রহমানের   মৃত্যুতে তার পরিবার  মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

বাংলাকথার  সম্পাদক  সালেহা  হকের পিতার ইন্তেকালে  গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাকথার নির্বাহী সম্পাদক আউয়াল খান, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল আলম সহ বাংলাকথা পরিবারের সকল সদস্য।তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2