avertisements 2

সিডনিতে চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার মেজবান ২২ জুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন, বুধবার,২০১৯ | আপডেট: ০২:২৯ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

Text

চট্রগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত ঐতিহ্যবাহী মেজবান আবারো আসছে সিডনীবাসীর জন্য । মেজবান এর তারিখ নির্ধারন করা হয়েছে ২২ জুন। একদম এন্ট্রি ফি ছাড়াই কেবলমাত্র রেজিস্ট্রেশন করে  এ মেজবানে অংশ নিতে পারবেন অস্ট্রেলিয়া প্রবাসীরা । মেজবান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। গত ৯ জুন রোববার ব্যাংকসটাউন লবস্টার সী ফুড এন্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজকবৃন্দ।

সংবাদ সম্মেলনে সার্বিক সহযোগীতা করে বাংলা পত্রিকা স্বাধীন কন্ঠ । মিন্টোর ইনডোর স্পোর্টস সেন্টারে মেজবান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। রেজিস্ট্রেশনের জন্য https://www.ctgclub.org/wordpress/mezban/  এই লিংকে গিয়ে সহজ একটি প্রক্রিয়া অনুসরন করতে হবে।  সংবাদ সম্মেলনে জানানো হয়, মেজবান হবে পুরোপুরি অলাভজনক কম্যুনিটি সার্ভিস। যে কেউ মেজবানে অংশ নিতে পারবেন। যারা মেজবানে অংশ নিতে চান তাদের অবিলম্বে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করেছেন মেজবানের আয়োজকবৃন্দ।

আয়োজক সংগঠন চট্রগ্রাম ক্লাব তাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। তারা জানান, তাদের ক্লাবের কার্যক্রম পুরোপুরি কম্যুনিটি সার্ভিসের জন্য পরিচালিত হয়। বাংলাদেশের ইতিহাস ,ঐতিহ্য নিয়ে কাজ করছে তাদের সংগঠন।  সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন, সৈয়দ আহমেদ জিয়া,রিয়াদ মাহমুদ,মাসুম রানা প্রমুখ। আয়োজকদের পক্ষে আরো উপস্থিত ছিলেন, রাশেদ হাসান, ইয়াসিন রহমান , আজিজুর রহমান ,সাইদুল ফয়সাল, কামরুল হাসান মুরাদ,কাজী আরমান , সৈয়দ বাকের , কাজী আরমান,ইরফান ফয়েজ প্রমুখ। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে  উপস্থিত ছিলেন , সাংবাদিক আবু রেজা আরেফিন, আবদুল মতিন, নাইম আবদুল্লাহ, নোমান শামীম, রহমতুল্লাহ, , আউয়াল খান, মিজানুর রহমান সুমন, প্রমুখ ।  সংবাদ সম্মেলনের শেষের দিকে স্বাধীন কন্ঠের প্রধান সম্পাদক কাজী আরমানের পক্ষ থেকে  একটি চমক রাখা হয়। চমকটি ছিল স্বাধীন কন্ঠ কুইজ। কুইজ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মিজানুর রহমান সুমন। সেখানে স্বাধীন কন্ঠ কুইজের পুরস্কার প্রাপ্তদের নাম লটারির মাধ্যমে নির্ধারন করা হয়। পুরস্কার স্পন্সর করে স্বাধীন কন্ঠ . লবস্টার টেইল সীফুড এবং হিমালয় রেস্টুরেন্ট ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2