avertisements 2

দেশে অস্ট্রেলিয়া প্রবাসী রাশিদুল হকের পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০৫ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

শুক্রবার (৭ই মে, ২০২১) বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সভাপতি এবং মেলবোর্ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, অস্ট্রেলিয়ার মোনাশ এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক আলহাজ্ব মোল্লা মোঃ রাশিদুল হকের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার রসুলপুর এবং আশেপাশের গ্রামে করোনাকালীন অর্থনৈতিকভাবে অসচ্ছল প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। তার পরিবারের পক্ষ থেকে আরো প্রায় একশত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। সম্পূর্ন পারিবারিকভাবে আয়োজিত এই ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মামা শশুর মীর মোঃ মনির হোসেন, ভাই মীর মোঃ আনিস, প্রাক্তন ছাত্রলীগ নেতা মোঃ লতীফ, ইব্রাহীমসহ আরো অনেকে। 

উল্লেখ থাকে যে করোনাকালীন সময়ে মতলবের মানুষের সাহায্যের জন্যে কয়েকমাস আগে তার পক্ষ থেকে মতলব দক্ষিন উপজেলার চরমুকুন্দি গ্রামে এবং পইলপাড়া গ্রামে দু দফায় ত্রান বিতরন করা হয়। আরো উল্লেখ থাকে যে, আলহাজ্ব মোল্লা মোঃ রাশিদুল হক চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি এবং অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোল্লা মোঃ রিয়াছত উল্লাহ সাহেবের ছোট ছেলে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জনাব নাসির উদ্দিন আহমেদের ভাতিজা হন। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2