avertisements 2

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসব উপলক্ষে সিডনিতে বিডি হাবের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১২ পিএম, ১৭ মার্চ, বুধবার,২০২১ | আপডেট: ১১:২৯ এএম, ৮ মে, বুধবার,২০২৪

Text

বাংলাদেশের আসন্ন স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসবকে বর্নাঢ্য ভাবে পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিডনি ভিত্তিক বাংলাদেশী সামাজিক সংগঠন  বিডি হাব। এই আয়োজনের সার্বিক অগ্রগতি তুলে ধরতে গত ১৪ মার্চ  রবিবার মিন্টোস্হ নওয়াব রেষ্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 

 সাংবাদিক সম্মেলনে সিডনির বাংলা মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিগন উপস্হিত ছিলেন। সাংবাদিক সম্মেলনের শুরুতে বিডি হাবের সভাপতি আবুল সরকার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।এরপর বিডি হাবের সাধারন সম্পাদক আব্দুল খান রতন সুবর্নজয়ন্তীর বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর আবুল সরকার অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও অগ্রগতির চিত্র বিস্তারিত ভাবে তুলে ধরেন। বিশেষ করে স্বাধীনতা সন্মাননা পদক, আলোকসজ্জা, বাসা বাড়ীতে ও স্হাপনাতে জাতীয় পতাকা উত্তোলন, শোভা যাত্রা, জাতীয় সৃতি সৌধের রেপ্লিকা স্হাপন বিষয়ে বিশদ তথ্য তুলে ধরেন।এর পাশাপাশি ২৭ মার্চ তারিখের মুল অনু্ষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

বিডি হাবের সভাপতি আবুল সরকার  সাংবাদিক সম্মেলনে বলেন ”অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের অনেক সংগঠন থাকলেও আমরা প্রাথমিকভাবে ৮ সদস্যের সমন্বয়ে বিডিহাব গড়ে তুলি (সিডনির মিন্টুতে ), যেখানে রয়েছে একটি উম্মুক্ত ইনডোর খেলার ব্যবস্থা এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান করার মতো একটি জায়গা যেখানে রয়েছে অস্ট্রেলিয়ান সরকারের নিয়ম মেনে সব ধরণের সুবিধাদি।বিডিহাব দলমতের ঊর্ধ্বে সকল বাংলাদেশিদের জন্য একটি মিলন মেলার কেন্দ্র এবং বাংলাদেশের সমস্ত জাতীয় দিবসগুলো আনুষ্ঠানিক ভাবে পালন করবে । ইতিমধ্যে কভিড -১৯ এর নিষেধাজ্ঞা থাকায় ছোট আকারে উম্মুক্ত জায়গায় একুশের অনুষ্ঠান করেছি এবং কভিড -১৯ এর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আমরা বড় আকারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছি। ”

এই সময় বিডি হাবের সাধারণ সম্পাদক আব্দুল খান রতন বলেন, ” স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে বিডিহাব কিছু পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে প্রথম বছর শুধু সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় অস্ট্রেলিয়ার বুকে সবচেয়ে বড় দুইটি বাংলাদেশী পতাকা ইতিমধ্যে দুইটি বাড়িতে প্রদর্শিত হচ্ছে , ২০০ বাড়িতে আলোকসজ্জার ব্যবস্হা করার লক্ষ্যে  ইতিমধ্যে ৯৫টিতে ইতিমধ্যে আলোকসজ্জা করা হয়েছে এবং বাকি বাড়িগুলোতেও  দ্রুত আলোকসজ্জা করা হবে।


আয়োজকরা জানিয়েছেন  বাংলাদেশের আসন্ন স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসবকে বর্নাঢ্য অনুষ্ঠানটি শুরু হবে  ২৭ মার্চ  বিকাল ৪টায়। ঐ দিন প্রায়  মিন্টুর রেল স্টেশন থেকে রণমোর কমিউনিটি হল পর্যন্ত একটি বর্নাঢ্য ৱ্যালির আয়োজন করা হয়েছে , বাংলাদেশী পতাকা, মাথার ব্যান্ড , বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে  প্রায় ৫০০   বাংলাদেশী এতে অংশ নেবেন । ঐদিন সন্ধ্যা ৭টায় কভিড-১৯ এর নিয়ম মেনে খুবই নির্দিষ্ট আকারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে মিন্টুর রণমোর কমিউনিটি হলে যেখানে থাকবে স্বাধীনতার সম্মাননা প্রদান সহ সীমিত আকারের একটি অনুষ্ঠান এবং রাত ৮:৩০মিনিটের পরে সিডনির বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য  রণমোর কমিউনিটি হলের বাহিরে উম্মুক্ত স্হানে মোট ৪০০ জনের সমাগমের ব্যবস্থা রাখা হবে। এছাড়াও আগামী ২২ মার্চ থেকে মিন্টুর এরিকা লেনে বাংলাদেশের সাভারে অবস্হিত স্মৃতি সৌধের ন্যায় একটি রেপলিকা বানানো হবে। ইতোমধ্যে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিয়াস বেরেজেকলিয়ান  বিডিহাবের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বাণী দিয়েছেন। 

আয়োজকরা সুবর্নজয়ন্তী উৎসব সার্থক করার জন্য সাংবাদিকদের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও তাদের সহায়তা কামনা করেন।সকল সাংবাদিকগনকে বিডি হাবের অফিসিয়াল ফেসবুকে দেয়া সকল তথ্য নিয়ে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করেন। 

আয়োজকদের বক্তব্য শেষে প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহন করেন বাসভুমির সম্পাদক আকিদুল ইসলাম,সিডনি  বেংগলীজ সম্পাদক আবু তারিক, বাংলাকথার নির্বাহী সম্পাদক আউয়াল খান, বাংলার কন্ঠ সম্পাদক জাকির হোসেন,  প্রভাতের সম্পাদক আতিকুর রহমান, বাংলাকথার যুগ্ম সম্পাদক সফিকুল আলম,আর টিভি প্রতিনিধি আকাশ দে।

সাংবাদিক সম্মেলনে বিডি হাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সফিক শেখ , লুৎফুর রহমান টিপু, সাখাওয়াত হোসেন ও নিরব প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2