avertisements 2

বিএনপি অস্ট্রেলিয়ার মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:২৬ এএম, ২৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

Text

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারের অপ-রাজনীতি ও বিএনপির চেয়ারপার্সন সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর নামে মিথ্যা মামলায় সাজা এবং সকল রাজবন্দিদের মুক্তি দাবিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিডনির লাকেম্বাস্থ রেলওয়ে পেরেডে ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয়। বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো.দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ , সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লুৎফুল কবির,আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ ,আবুল হাসান, মোবারক হোসেন ,একে এম ফজলুল হক শফিক, তারেক উল ইসলাম, ইয়াসির আরাফাত সবুজ, হাবিব রহমান,একে এম মাহবুব তালুকদার রিপন, সেলিম লিয়াকত ,খাইরুল কবির পিন্টু , আবুল কালাম আজাদ, এস এম খালেদ, মৌহাইমেন খান মিশু, মোতাহের হোসেন,মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ , মোহাম্মদ জাকির হোসেন রাজু, আব্দুল করিম, নূর মোহাম্মদ মাসুম,মোহাম্মদ কুর্দি, শফিকুল ইসলাম রিপন,মোহাম্মদ জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।                                            বিএনপি অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র একজন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাই নয় তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, একজন সেক্টর কমান্ডার, জেট ফোর্সের প্রতিষ্ঠাতা,সাবেক সেনা প্রধান এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। 

বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে মাত্র চার বছরে স্বনির্ভর বাংলাদেশে রুপান্তরিত করেছেন। শেখ হাসিনা ও ষড়ন্ত্রকারীরা শহীদ জিয়াকে হত্যা করেও থেমে নাই। শহীদ জিয়ার জনপ্রিয়তা পাহাড় সমান। 

জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমান বন্দরের নাম সহ অসংখ্য নাম তারা পরিবর্তন করেছে। ইতিহাস বিকৃত করে স্বাধীনতার মহান ঘোষক থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র করে ব্যার্থ হয়েছে। বাংলাদেশের জনগন বর্তমান সরকারের এই সমস্ত কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাককালে স্বাধীনতার সূর্ষ সৈনিকদের সাথে এই প্রহসন ও তামাশা হাসিনা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।


তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনার আহবান করেছেন। সরকার শহীদ জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরে না আসলে দেশে ও বহিঃবিশ্বে একযোগে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান । সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়: মানববন্ধন

আরও পড়ুন

avertisements 2