সিডনির ক্যাম্বেলটাউনে বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম খলিল ডেপুটি মেয়র নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১০ সেপ্টেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৫২ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম খলিল মাসুদ। গত ৫ সেপ্টেম্বর তিনি ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। ইব্রাহিম খলিল মাসুদ প্রথম বাংলাদেশি যিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন। গত ৪ ডিসেম্বর ২০২১ সালে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল নির্বাচনে ইব্রাহিম খলিল মাসুদ কমিউনিটি ভয়েস ক্যাম্বেলটাউন গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমবার অংশ নিয়ে জয়লাভ করে চমক সৃষ্টি করেন।
নির্বাচিত হওয়ার পর ইব্রাহিম খলিল মাসুদ এক ফেসবুক পোষ্টে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।