avertisements 2

সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া বিএনপির কমিটি গঠন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০১:৩৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া বিএনপি বিগত কমিটির সিনিয়র নেতৃবৃন্দ  সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়া বিএনপির নতুন কমিটি গঠন গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন। এই ব্যাপারে তারা অবিলম্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় বিএনপির  হস্তক্ষেপ কামনা করছেন। গত ৪ জুন রবিবার সিডনির লাকেম্বার স্থানীয় হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, 
   ২-৩ মাস আগে কেন্দ্রীয় ভাবে একজনকে কার্যক্রমে সম্পৃক্ত সকলের সাথে আলাপ আলোচনা করে অস্ট্রেলিয়া বিএনপির কমিটির খসড়া পাঠানোর দায়িত্ব দেয়া হয় । কিন্তু তিনি নিজের গ্রুপ ছাড়া কারো অন্য কারোর সাথে আলাপ আলোচনা করেননি ।    তিনি অসাংগঠনিক এবং স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পকেট কমিটি করতে তোরজোড় শুরু করেছেন। এক্ষেত্রে স্বজনপ্রীতি ও অর্থের লেনদেন হতে পারে বলে তারা প্রবল আশঙ্কা প্রকাশ করেন। অস্ট্রেলিয়া বিএনপির সাধারন নেতা কর্মীরা এই পকেট কমিটি মেনে নিবেনা
যে  কারনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা বিরাজ করছে। তাই তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে  দাবী জানান যে,সারা বাংলাদেশের মানুষ যেখানে আজকে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করছে সেখানে কিছু দালাল, দলের ভিতরে লুকিয়ে থাকা সংগঠন বিরোধী অসামাজিক ব্যক্তিরা বিএনপি অস্ট্রেলিয়াকে বিভক্ত করার কাজে লিপ্ত।  তাই এই সকল দল বিরোধী ব্যক্তিকে অবিলম্বে বয়কট করার আহ্ববান জানাচ্ছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে সঠিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি। 

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি  মনিরুল হক জর্জ,  সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ আইনজীবি নাসির উল্লাহ, উপস্হিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া , সিনিয়র নেতা ডাঃ আব্দুল ওহাব বকুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ মহিলা সম্পাদক মুন্নি চৌধুরী মেধা প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2