avertisements 2

নিউসাউথ ওয়েলসের প্রিমিয়ারের ইফতার ও ডিনারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল, বুধবার,২০২৩ | আপডেট: ১১:২৯ এএম, ৩০ আগস্ট,শনিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার  নিউসাউথ ওয়েলস রাজ্য  সরকার প্রতিবছরই মুসলিম কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করে  থাকে । নিউসাউথ ওয়েলস রাজ্যে এ ইফতার ডিনারের আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক প্রিমিয়ার বব কার।  এই বছর নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সদ্য নির্বাচিত  প্রিমিয়ার ক্রিস মিনস এমপি  এবারের ইফতার ও ডিনারের আয়োজন করেন।

গত ৩ এপ্রিল সোমবার প্যারামাটা স্টেডিয়ামে নিউ সাউথ ওয়েলস সংসদের মুসলিম এমপি জিহাদ দীব,  সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ইফতারে মুসলিম কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন ধর্মের প্রায়  কয়েক শতাধিক অতিথি উপস্হিত  ছিলেন।  

সংক্ষিপ্ত বক্তব্যে প্রিমিয়ার ক্রিস মিনস এমপি মহানবী সাঃ হাদীস  ‘নিশ্চয়ই সে ব্যক্তি পূর্ণ মুমিন নয়, যে নিজে পেট পুরে আহার করে। কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।’ তুলে ধরে বলেন মন্দার এই ক্রান্তিকালে আমাদেরকে মহানবী শিক্ষা মনে রাখতে হবে এবং প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2