avertisements 2

সিডনিতে ফ্ল্যাট থেকে বাংলাদেশীর গলিত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:২৭ পিএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

পুলিশ সিডনির মেট্রাভিল সাবারবের  হাউজিং কমিশনের  ফ্ল্যাট থেকে  ( ঠিকানাঃ 12/297-301 Beauchamp Rd Matraville NSW 2036) মোঃ আহসানউল্লাহ নামে একজন বাংলাদেশীর গলিত মৃতদেহ উদ্ধার  করেছে। ঘটনাটি গত জানুয়ারী মাসে ঘটলেও  সম্প্রতি তার জন্য দোয়া মাহফিল আয়োজন করা হলে  বিষয়টি প্রকাশ্যে আসে।  বিভিন্ন সূত্রে জানা যায়  মোঃ আহসানউল্লাহ দেশের বাড়ী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে। তার আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর।  সে প্রায় দীর্ঘ ৩০ বছর যাবত অস্ট্রেলিয়া বসবাস করছিল। জানা যায় নিয়মিত ভিসা নবায়ন করতে ব্যর্থ  হয়ে এক পর্যায়ে অবৈধ হয়ে পড়ে। এর মধ্যে সে কিড়নী সহ নানা ধরনের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়লে মানবধিকার সংগঠনের লবিং’র কারনে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হয়। এরই মধ্যে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেলে একজন অস্ট্রেলিয়ান তাকে কিডনি দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করেন।

গত কয়েক বছর ধরে নিভৃতে মেট্রাভিল সাবারবের  হাউজিং কমিশনের  ফ্ল্যাটে ( ঠিকানাঃ 12/297-301 Beauchamp Rd Matraville NSW 2036) বসবাস করছিল। কারোর সাথেই মিশতেন না । শুধুমাত্র সিড়নির মিন্টোতে  বসাবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক  বাংলাদেশীর সাথে মাঝে মাঝে যোগাযোগ হত। গত জানুয়ারী মাসে ঐ বাংলাদেশী দেশ থেকে বেড়াতে আসা বাবা মাকে নিয়ে মারুবরা বিচে বেড়াতে গেলে মরহুম  মোঃ আহসানউল্লাহ সাথে দেখা করার উদ্দেশ্যে তার মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেন কিন্ত তাকে না পেয়ে হাউজিং কমিশনের  ফ্ল্যাটে গিয়ে তার দরজা নক করে  কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি পুলিশ অবহিত করেন।  পরে পুলিশ দরজা ভেঙ্গে তার  গলিত ও মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। পুলিশ ধারনা করছে তার বেশ কয়েকদিন আগে  তার মৃত্যু  হয়েছিল।

 এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ মর্গে ছিলো। অস্ট্রেলিয়া বা বাংলাদেশে তার নিকট আত্মীয়দের কোন খোঁজ পাওয়া যায়নি। তবে কমিউনিটিতে ব্যাক্তি ও সাংগঠনিক  উদ্যোগে জানাযা ও দাফন এবং  নিকট আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা চলছে। মরহুম  মোঃ আহসানউল্লাহ সম্পর্কে কারোর কাছে কোন তথ্য থাকলে news.banglakatha@gmail.com যোগাযোগ করতে পারেন।

(প্রতীকী ছবি)

বিষয়:

আরও পড়ুন

avertisements 2